ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির পরিচিত মুখ অমন জয়সওয়াল। উঠতি এই অভিনেতা অল্প সময়েই বেশ সুনাম কুড়িয়েছিলেন। আরেকটু ভালো সুযোগের অপেক্ষায় থাকা এই তরুণ অভিনেতার প্রাণ গেল সড়কে!
ট্রাকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় অমনের। তার মৃত্যুর খবরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বর্তমানে শোকের ছায়া।
‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের সুবাদেই দর্শকমহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিলেন অমন জয়সওয়াল। মাত্র ২২ বছরে তার সুদর্শন চেহারা এবং রসিক স্বভাবে টেলিদুনিয়ায় অনেকের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। আর সেই হাসিখুশি মেজাজের বাইশ বছরের ছেলেটিই চিরতরে বিদায় নিলেন পৃথিবী থেকে।
জানা যায়, নতুন একটি কাজের জন্য অডিশন দিতে যাচ্ছিলেন অমন। সেখানেই যোগেশ্বরী সড়কে তার বাইকে সজোরে এসে ধাক্কা মারে একটি ট্রাক। ঘটনাস্থলেই মৃত্যু হয় অমনের।
তার প্রয়াণের খবর নিশ্চিত করেছেন ‘ধরতিপুত্র নন্দিনী’ ধারাবাহিকের গল্পকার ধীরজ মিশ্র।









