কমেডি চরিত্রতে সিদ্ধহস্ত তুষার কাপুর। তবে এবার নিজের কমফোর্ট জোনের বাইরে কিছু করতে চলেছেন অভিনেতা। ওটিটিতে অভিষেক হতে চলেছে তার, যেখানে তাকে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে।
ছবির নাম ‘ডাঙ্ক।’ অভিনেতা ছবি প্রসঙ্গে বলেন, ‘প্রযোজক প্রেরণা অরোরা এবং নির্মাতা অভিষেক জয়েসওয়াল গল্পটা যখন বলেছেন, ভালো লেগেছে। এটা পুরো টিমের প্যাশন প্রোজেক্ট। ড্রামা, ক্রাইম এবং সামাজিক বার্তায় ভরপুর স্ক্রিপ্টটি তখনই আমার মন জয় করে ফেলেছে।’
নিজের চরিত্র সম্পর্কে ৪৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘এটা ধূসর চরিত্র, বাস্তব ধর্মী এবং ভিন্ন ধরনের চরিত্র আমার জন্য। আমার কমফোর্ট জোনের বাইরে। এটাই আমার ভালো লাগার পেছনে অন্যতম কারণ। একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করাটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ।’
অভিনেতা জানান, তিনি ভবিষ্যতে নানা ধরনের চরিত্রে কাজ করতে চান, কমিক ইমেজ বদলে ফেলতে চান। অভিনেতা এই প্রসঙ্গে বলেন, ‘একই ধরনের কমিক চরিত্রের বাইরে নতুন নতুন চরিত্রে কাজ করছি। তবে খুব সচেতন ভাবে যে কমিক চরিত্র এড়াচ্ছি তা নয়, ভিন্ন ধরনের কিছু সামনে এলে সেটা বেছে নিচ্ছি।’
ওটিটি যুগে অভিনেতারা নতুন করে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছেন। চরিত্রের বৈচিত্র্য থাকায় কাজের সুযোগও বেড়েছে অনেক, এমনটাই মনে করেন অভিনেতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস









