নির্বাচনের আগে ট্রাম্প মামদানিকে ‘কমিউনিস্ট’ উপাধি দিয়ে তার বিরুদ্ধে প্রচারণা চালান। কিন্তু নবনির্বাচিত মেয়র ট্রাম্পকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, ‘টার্ন আপ দ্য ভলিউম!’। এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, নিউইয়র্ক সিটিকে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিরোধের কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করতে চান।
বুধবার ৫ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্স জানান, নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। যিনি শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়র হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। কুইন্সের স্টেট অ্যাসেম্বলিম্যান মামদানি প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুওমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ারকে পরাজিত করেছেন। এটা নিউইয়র্কের রাজনীতিতে একটি বামপন্থী পরিবর্তন বলে অনেকে মনে করছেন।
মামদানি তার জয়কে প্রশাসনের বিরুদ্ধে জনগণের ম্যান্ডেট হিসেবে ঘোষণা করেন। তিনি গণপরিবহন, সাশ্রয়ী জীবনযাত্রা এবং সর্বজনীন শিশুসেবাসহ বিভিন্ন নাগরিক পরিষেবার প্রতিশ্রুতি দিয়েছেন।
মামদানির এই বিজয় নিউইয়র্ক সিটির ইতিহাসে এক নতুন রাজনৈতিক যুগের শুরু করেছে। যেখানে তিনি একদিকে যুক্তরাষ্ট্রীয় সরকারের সাথে সংঘাতের জন্য প্রস্তুত, অন্যদিকে শহরের গভীর অর্থনৈতিক বৈষম্য মোকাবিলা করতে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন।









