গাজাবাসীকে সরিয়ে ওই ভূখণ্ডের দখল নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শুক্রবার ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে আরব নিউজ জানিয়েছে, পাকিস্তান সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের এসব কথা বলেন এরদোয়ান।
মার্কিন প্রশাসন মধ্যপ্রাচ্য নিয়ে ভুল হিসাব করছে উল্লেখ করে ইহুদিবাদী মিথ্যাচারে কান দিলে সংঘাত বাড়বে বলে মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট।
তিনি আরও বলেন, ইসরায়েরল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও গাজায় যুদ্ধবিরতির কোনো লক্ষণ দেখা যাচ্ছেনা।
মুসলিম বিশ্ব এখনও এই বিষয়ে সম্মিলিত পদক্ষেপ নিতে সক্ষম হয়নি বলেও উল্লেখ করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।









