ইউরোর কোয়ার্টারের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও তুরস্ক। বার্লিনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল দুদলের। ম্যাচে লিড পেয়েছিল তুরস্ক। তবে শেষের দিকে ভুল করে বসে। স্টেফান ডে ভ্রিজের গোলে ডাচবাহিনী সমতায় ফেরার পর নিজেদের ঝালে বল জড়িয়ে দেন মের্ট মুলদুর। তাতেই কপাল পুড়ল দেশটির।
অলিম্পিয়াস্টেডিয়নে তুরস্ককে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে কোচ রোনাল্ড কোম্যানের দল। বুধবার বাংলাদেশ সময় রাত একটায় দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে ডাচবাহিনী। দিনের আরেক ম্যাচে সুইজারল্যান্ডকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে সেমি নিশ্চিত করে ইংলিশবাহিনী।
নেদারল্যান্ডস রক্ষণের ভালোই পরীক্ষা নিয়েছিল তুরস্ক। প্রথমার্ধেই লিড পেয়ে যায় দলটি। ৩৫ মিনিটে আর্দে গুলেরের ক্রস থেকে হেডে জালে বল পাঠান সামিত আকেদিন।
৭০ মিনিট পর্যন্ত লিড ধরে রেখেছিল তুরস্ক। মেম্পিস ডিপায়ের পাসে ডাচদের সমতায় ফেরান স্টেফান। ছয় মিনিট পর কোডি গ্যাকপোকে প্রতিহত করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান মুলদুর। সমতায় ফেরার তীব্র চেষ্টা করেও লাভ হয়নি তুরস্কের। একের পর এক আক্রমণের পরও ভাঙতে পারেনি ডাচ দুর্গ। তাতে কোয়ার্টার থেকেই বিদায় নিতে হয়েছে দলটির।









