তুরস্কের সুপার লিগে মাঠে ঢুকে রেফারিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দিয়েছেন আঙ্কারাগুজু ক্লাবের সভাপতি। বিব্রতকর ঘটনার পর তুর্কি ফুটবল ফেডারেশন (টিএফএফ) দেশটির সব লিগ স্থগিত করেছে।
তুরস্কের ইরিয়ামান স্টেডিয়ামে সোমবার রাতে ১-১ গোলে ড্র হয় আঙ্কারাগুজু ও রিজেসপোরের ম্যাচটি। টিভি ফুটেজে দেখা যায় ৯৭ মিনিটে সমতায় ফেরা গোল করার পর চূড়ান্ত বাঁশি বাজান রেফারি। ওই সময় মাঠে ঢুকে পড়েন আঙ্কারাগুজু ক্লাবের প্রধান ফারুক কোজা।
দৌড়ে কাছে এসেই রেফারি হালিল উমুত মেলেরের মুখে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান হালিল। পরে ফোলা বাঁ-চোখ নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় তাকে। ঘটনায় ৩৭ বর্ষী রেফারিকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।
ফিফা ও উয়েফার তালিকাভুক্ত তুরস্কের অন্যতম নামী এ রেফারিকে ঘুষি মারার পর টিএফএফ লিগ স্থগিতের খবর জানিয়ে বিবৃতি দেয়। টিএফএফ জানায়, ‘শুধু হালিল উমুত মেলেরেরকেই মারা হয়নি, এতে তুরস্কের ফুটবলকেও লজ্জাজনকভাবে মারা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককেই মূল্য দিতে হবে।’
Absolutely crazy scenes between Ankaragucu’s 1-1 draw with Rizespor.
Halil Umut Meler, stood with his assistants at the final whistle, Ankaragucu president Faruk Koca knocks him out!
Ironically Faruk Koca won the Turkish Super Lig’ fairplay award in 2022 💀#AGvÇRS 🇹🇷 pic.twitter.com/GFb5HW2pOd
— Ali (@RoyMustang786) December 11, 2023
দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়ারলিকায়া এক্স হ্যান্ডলে করা পোস্টে জানান, কোজার জন্য একটি আটকের আদেশ জারি করা হয়েছে। ঘটনার বিচার বিভাগীয় তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে দুজনকে আটকও করা হয়েছে।








