তুরস্কে ফুটবল ম্যাচে জুয়াকাণ্ডে ১৭ রেফারি ও সুপার লিগের এক ক্লাবের সভাপতিসহ ২১ জনকে গ্রেপ্তারের আদেশ দিয়েছেন দেশটির আদালত। অভিযুক্ত ২১ জনের মধ্যে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত সপ্তাহে তুরস্কের ফুটবল ফেডারেশন (টিএফএফ) ১৫২ পেশাদার রেফারি ও সহকারী রেফারির বিরুদ্ধে ফুটবল ম্যাচে বাজি ধরার অভিযোগ এনে তদন্তে নেমেছিল। অভিযোগের সত্যতা পেয়ে ১৪৯ জনকে বরখাস্ত করেছে ফেডারেশন।
ইস্তাম্বুলের চীফ প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, ‘১৭ জন রেফারি দায়িত্ব পালনে অবহেলা ও ম্যাচের ফলাফলকে বদলাতে সহায়তা করেন। একজন সাবেক ক্লাবের মালিক, একজন সুপার লিগ সভাপতি ও একজন সহকারী সভাপতিকে ম্যাচ ফিক্সিংয়ের জন্য অভিযুক্ত করা হয়েছে।’
রেফারিদের বরখাস্ত করার বিষয়ে তুরস্ক ফেডারেশনের সভাপতি ইব্রাহিম হোসেমাংগলু বলেছেন, ‘তুরস্কের ফুটবলের সম্মানরক্ষার্থে কোনপ্রকার অনৈতিক কর্মকাণ্ড মেনে নেয়া যায় না। এজন্যই তাদের শাস্তির আওতায় আনা হয়েছে।’
তার তথ্যে, ১৫২ রেফারির নিবন্ধিত একাউন্ট থেকে বাজি ধরা হয়েছে। যার মধ্যে শীর্ষস্থানীয় ৭ রেফারি রয়েছেন। সহকারী রেফারি আছেন ১৫ জন। ১০ রেফারি ১০ হাজারের বেশি ম্যাচে বাজি ধরেছেন। কিন্তু একজন একাই পাঁচ বছরে বাজি ধরেছেন ১৮ হাজার ২২৭ ম্যাচে। কেউ কেউ শুধু একটি ম্যাচে ধরেছেন বাজি।









