চলতি মাসের শুরুতে জুয়াকাণ্ডে ১৪৯ জন রেফারি ও সহকারী রেফারিকে বরখাস্ত করার রেশ কাটতে না কাটতে ১,০২৪ ফুটবলারের বিরুদ্ধে তদন্তে নামে তুরস্ক ফুটবল ফেডারেশন। তার আগে ১৭ রেফারি এবং একজন ক্লাব কর্মকর্তাসহ ২১ জনের বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেপ্তারি পরোয়ানা। সবশেষ জাতীয় দল তারকাসহ দেশটির সুপার লিগের ২৫ ফুটবলার ও সেকেন্ড টায়ার খেলা ৭৭ জনকে সাময়িক বহিষ্কার করেছে ফেডারেশনটি।
এই ফুটবলারদের ৪৫ দিন থেকে একবছরের জন্য সাময়িক বহিষ্কারাদেশ দেয়া হয়েছে। গ্যালাতাসারের ও তুরস্কের ডিফেন্ডার এরান এলমালিকে ৪৫ দিনের জন্য বহিষ্কার করা হয়েছে। তার ক্লাব সতীর্থ তুরস্কের অনূর্ধ্ব-২১ মেথান বালতাচিকে বহিষ্কার করা হয়েছে ৯ মাসের জন্য।
এলমালি চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, পাঁচ বছর আগে এক ম্যাচে বাজি ধরেছিলেন। যেখানে নিজের দলের সাথে কোন সম্পৃক্ততা নেই। চলতি বছর তিনি গ্যালাতাসারেতে যোগ দেন।
ফেডারেশটি ইতিমধ্যে তুরস্কের তৃতীয় বিভাগ ও চতুর্থ বিভাগের খেলা দুসপ্তাহের জন্য বন্ধ রাখা হয়েছে। দ্বিতীয় বিভাগ ও সুপার লিগের খেলা চলছে।
চলতি সপ্তাহে ফেডারেশনটির সভাপতি ইব্রাহীম হাসিমাঙ্গলু তুরস্কের ফুটবলে দুর্নীতি, অনিয়ম, জুয়ার মতো কর্মকাণ্ডকে নির্মূল করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছেন। বলেছেন, ‘১৬ মাস আগে তুরস্কের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে আমরা দায়িত্ব নেই। আমরা ফুটবলের দুর্নীতি, অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য যে যুদ্ধ চালাচ্ছি, তা চালিয়ে যাবো।’









