যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক নির্ধারিত সময়ে আদালত হাজির না হলে, পলাতক দেখিয়ে তার বিরুদ্ধে আইনি কার্যক্রম চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৩ এপ্রিল) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান।
ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক জানান, ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে পিরোজপুর ১ আসনের সাবেক এমপি এ কে এম আউয়ালের বিরুদ্ধে দুদকের চার্জশিটের অনুমোদন দেয়া হয়েছে।
এসময় তিনি আরও জানান, ২০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের দায়ে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলামের স্ত্রী নাসরিন ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। এছাড়া, পদ্মা ব্যাংক থেকে ৫ কোটি টাকার আত্মসাতের চেষ্টায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস সারাফাত, ফারহানা মোনেমসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।









