ইংল্যান্ডের নতুন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জার্মানির সাবেক খেলোয়াড় টমাস টুখেল। ১৮ মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেই ইংল্যান্ডের হয়ে তার লক্ষ্য নির্ধারণ করেছেন, ২০২৬ বিশ্বকাপ জিততে চান তিনি।
১৯৬৬ সালে স্যার আলফ রামসির পর গ্যারেথ সাউথগেট পরপর দুবার ইউরোর ফাইনালে উঠেছিল। তবে দুবারের প্রথমবার ইতালির কাছে এবং পরেরবার স্পেনের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে থ্রি লায়ন্সদের। এরপর পদত্যাগ করেছিলেন সাউথগেট।
ইএসপিএন নিশ্চিত হয়েছে যে, ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাসহ ১০ জন এ তালিকায় ছিল। এফএ’র প্রধান নির্বাহী মার্ক বুলিংহ্যাম বুধবার এ কথা জানিয়েছেন।
১৮ মাসে মাত্র একটি আসর পেতে যাওয়া টুখেল জানিয়েছেন, ‘আমি জানি আপনারা প্রশ্ন করতে যাচ্ছেন। না, এটা কোনো জুয়া নয়, কিন্তু আমরা এখন খুব স্পষ্টভাবে বলতে চাই যে, কেন আমরা এখানে আছি এবং আমরা কী অর্জন করতে চাই।’
‘আমরা এটা প্রচার করতে লজ্জ্বিত নই। আমরা খোলামেলা বলতে চাই। আমরা মান নির্ধারণ করতে পারি এবং মূল্যবোধ এবং নীতিগুলো নির্ধারণ করতে পারি কারণ, তারপরে আমাদের ১৮ মাস ধরে তাদের নিয়ে বেঁচে থাকতে হবে।’
‘যখন আমরা শেষ করি তখন মূল্যায়ন করবেন। যদি সিদ্ধান্ত হয় ব্যর্থ হয়েছি, তাহলে আর আগাবো না। যদি মনে হয় ব্যথ্য হইনি তাহলে কাজ চালিয়ে যাবো। দেখা যাক কি হয়, কারণ কেউই ভবিষ্যত জানে না।’ বলেছেন টুখেল।









