অনেকেই বলে থাকেন, একঘণ্টার নাটকের এই সময়ে ধারাবাহিক নাটক হারিয়ে যাচ্ছে! তবে সংকটের মধ্যে তুহিন হোসেনের পরিচালনায় ‘ক্যাম্পাস’ নামে ধারাবাহিক নাটকটি সাফল্যের সঙ্গে শততম পর্বে প্রচার হয়েছে।
এ উপলক্ষে রাজধানীর বনানীর এক রেস্টুরেন্টে “ক্যাম্পাস আড্ডা” শিরোনামে একটা আড্ডা র আয়োজন করেন পরিচালক তুহিন হোসেন।
সেখানে নাটকটির শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন। নাটকটি প্রচারের পর দর্শকদের কেমন সাড়া পাচ্ছেন তা জানান।
ক্যাম্পাস নাটকে অন্যতম চরিত্র করেছেন নাজিয়া হক অর্ষা। তিনি বলেন, ক্যাম্পাসে যারা অভিনয় করেছেন প্রত্যেকে ক্যারেক্টার নামে পরিচিত পেয়েছেন। এ সময়ের ধারাবাহিকে এই বিষয়টি কম দেখা যায়। সেদিক থেকে ক্যাম্পাস ১০০ পর্ব প্রচার সার্থক।
অভিনেতা আহসান হাবীব নাসিম বলেন, ক্যাম্পাস নাটকের চরিত্রগুলো এখন দর্শকের কাছে পরিচিত। নাটকটি যেহেতু দর্শক জনপ্রিয়তা পাচ্ছে সময়ের সাথে সাথে আমরা চাই ক্যাম্পাসের যাত্রা দীর্ঘ হোক।
এছাড়াও অন্যান্য শিল্পীরা তাদের কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। আড্ডা আয়োজনে শুটিংয়ের নানা বাধা বিপত্তি, আন্তরিকতা, শেয়ার করতে গিয়ে কেউ কেউ ইমোশনাল হয়ে পড়েন।
ক্যাম্পাস একটি বেসরকারি টিভিতে প্রচার হচ্ছে। চ্যানেলটি অনুষ্ঠান প্রধান আরিফ রহমান জানান, বর্তমান সময়ের অন্যতম ধারাবাহিক নাটক ক্যাম্পাস। প্রচারের পর থেকে সবদিক বিবেচনা করলে বলা যায় এটি সফল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাষী আলম, এমিলা হক, ফরহাদ বাবু, শিবলি নোমান প্রমুখ।









