যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট শিগগিরই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ সংক্রান্ত বিষয়ে রায় দিতে যাচ্ছে এবং সেই রায়ের অপেক্ষায় আছে বিশ্ব।
সোমবার (৩ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে যাচ্ছে, যেখানে তাদের মুখোমুখি হচ্ছে ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান এবং কয়েকটি অঙ্গরাজ্য। এরা দাবি করছে, ট্রাম্প প্রশাসন যে শুল্কগুলো আরোপ করেছে, তার বেশিরভাগই বেআইনি — তাই সেগুলো বাতিল করা উচিত।”
এই মামলার রায়ের উপর নির্ভর করবে ট্রাম্পের বাণিজ্য নীতির ভবিষ্যত। আদালত যদি তার বিরুদ্ধে রায় দেয়, তবে সরকার শুল্ক আয় থেকে কয়েক বিলিয়ন ডলার ফেরত দিতে পারে এবং বাণিজ্য কৌশলও বিপর্যস্ত হতে পারে।
প্রশাসন ১৯৭৭ সালের ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট ব্যবহার করে এই শুল্ক আরোপ করে, যা বিরোধীদের মতে, কংগ্রেসের অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির পক্ষে শুল্ক আরোপ করা সংবিধানবিরুদ্ধ।
ট্রাম্প এই লড়াইকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি তিনি এই মামলায় হেরে যান, তাহলে তা তার বাণিজ্য আলোচনায় হাত-পা বেঁধে দেবে এবং জাতীয় নিরাপত্তাকেও বিপদের মুখে ফেলবে।”
এই মামলার রায় ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তাদের উপর শুল্কের প্রভাব ইতিমধ্যেই বড় আর্থিক ক্ষতি সৃষ্টি করেছে।
সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি আজ শুরু করবে এবং জানুয়ারির মধ্যে চূড়ান্ত রায় দিতে পারেন।









