ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার পর নতুন করে উত্তেজনা উসকে দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন।
আজ (৫ জানুয়ারি) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, মার্কিন সাময়িকী দ্য আটলান্টিক-এ দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ডেলসি রদ্রিগেজ যদি সঠিক কাজ না করেন, তাহলে তাকে নিকোলাস মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে সামরিক চাপ ও প্রকাশ্য হুমকির পর গত শনিবার ভোরে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালায়। অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সেখানে মাদুরোকে একটি বন্দিশিবিরে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদক পাচারসংক্রান্ত অভিযোগে জিজ্ঞাসাবাদ চলছে।
মাদুরো আটক হওয়ার পর ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন এখন ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নেবে এবং দেশটির বিপুল তেলসম্পদ ব্যবহার করবে। তবে এই নিয়ন্ত্রণ কীভাবে কার্যকর করা হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
এদিকে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের আদেশে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ প্রকাশ্যে রদ্রিগেজের প্রতি সমর্থন জানান এবং তাকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেন। টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব রক্ষায় সারা দেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।
এই প্রেক্ষাপটেই ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। সাক্ষাৎকারে তিনি বলেন, ডেলসি রদ্রিগেজ যদি ঠিক কাজ না করেন, তাহলে তাকে খুব বড় মূল্য দিতে হবে সম্ভবত মাদুরোর চেয়েও বড়।









