মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পায়ে ফোলা ও হাতে কালশিটে দাগ দেখা দেওয়ায় ডাক্তারের শরণাপন্ন হয়েছেন। পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তার শরীরে ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ বা শিরাজনিত রক্তসঞ্চালন ব্যাঘাত শনাক্ত করেছেন।
শুক্রবার ১৮ জুলাই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতে এই তথ্য জানিয়েছেন বলে জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।
ক্যারোলিন লেভিট বলেন, প্রেসিডেন্ট কয়েক সপ্তাহ ধরে তার পায়ে হালকা অস্বস্তি অনুভব করেন। ল্যাব টেস্টের পর এই সমস্যা ধরা পরে। রোগটি আপাতত গুরুতর নয়, তবে পর্যবেক্ষণ ও চিকিৎসা চালিয়ে যেতে হবে।
ট্রাম্পের চিকিৎসক ড. শন বারবাবেলা বলেন, ট্রাম্পের শিরার রক্তজমাট বা ধমনী সমস্যার কোনও প্রমাণ মেলেনি। সব পরীক্ষা নিরীক্ষাও স্বাভাবিক এসেছে। এছাড়াও তার একটি ইকোকার্ডিওগ্রাম করা হয়েছে এবং তার হৃদপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক রয়েছে। বিপজ্জনক কোনো জটিলতা মেলেনি।
তিনি আরও বলেন, প্রায়ই হ্যান্ডশেক করার অভ্যাস ও অ্যাসপিরিন সেবনের ফলে সফট টিস্যুর ক্ষরণ হয়েছে।
আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ড. জোশুয়া বেকম্যান জানান, সঠিক সময়ে ধরা পড়লে এবং চিকিৎসা শুরু হলে এই রোগটি নিয়ন্ত্রন করা যায়। তবে উপসর্গ অবহেলা করা হলে ভবিষ্যতে ফুসফুসে রক্ত জমাট এর মতো জটিলতা দেখা দিতে পারে।









