যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ভারত থেকে চাল আমদানি ‘ডাম্পিং’ হলে সে দেশের ওপর নতুন শুল্ক আরোপ করা হতে পারে। একই সঙ্গে কানাডা থেকে সার আমদানিতেও শুল্ক বসানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউসে এক বৈঠকে কৃষকদের জন্য বহু বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করতে গিয়ে ট্রাম্প বলেন, ভারতসহ এশীয় দেশগুলোর কৃষিপণ্য আমদানি মার্কিন কৃষকদের ক্ষতিগ্রস্ত করছে। তাই স্থানীয় উৎপাদন রক্ষায় শুল্কই তাঁর প্রধান অস্ত্র।
ট্রাম্প জানান, শুল্ক রাজস্ব থেকে মার্কিন কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলারের সহায়তা দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, মার্কিন বাজারে ভারতীয় চালের আধিপত্য দক্ষিণের উৎপাদকদের ক্ষতির মুখে ফেলছে। তারা ডাম্পিং করতে পারে না, আমরা বিষয়টি দেখব।
কানাডা থেকে সার আমদানির ক্ষেত্রেও তিনি কঠোর শুল্কের সম্ভাবনার কথা বলেন, যাতে স্থানীয় উৎপাদন উৎসাহিত হয়।
গত এক দশকে ভারত–যুক্তরাষ্ট্র কৃষি বানিজ্য বেড়েছে। তবে ভর্তুকি, বাজারে প্রবেশাধিকার ও ডব্লিউটিও বিরোধ বিশেষ করে চাল ও চিনি নিয়ে দুই দেশের আলোচনায় নিয়মিত টানাপোড়েন তৈরি করছে।









