যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভের স্বয়ংক্রিয় অধিকার বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
বিবিসি জানিয়েছে, সংবাদমাধ্যম এনবিসির মিট দ্য প্রেসে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।
রোববার (৮ ডিসেম্বর) প্রচারিত ওই সাক্ষাৎকারে অভিবাসন প্রসঙ্গে ট্রাম্প জানান, তিনি নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বাতিল করার পরিকল্পনা করছেন। এই বিধান অনুযায়ী, বাবা-মা অন্য দেশে জন্মগ্রহণ করলেও যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া প্রতিটি শিশুরা মার্কিন পাসপোর্ট পায়।
তবে অবৈধ অভিবাসী যারা শিশু অবস্থায় যুক্তরাষ্ট্রে এসেছে, তাদের সাহায্যে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ট্রাম্প। এছাড়া ট্রাম্প সামনের মাসে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ২০২১ সালের মার্কিন ক্যাপিটল দাঙ্গায় জড়িত ব্যক্তিদের জন্য ক্ষমা করার কথা জানিয়েছেন। তবে তিনি বলেছেন, তার রাজনৈতিক প্রতিপক্ষ, বিশেষত ক্যাপিটল দাঙ্গা তদন্তকারী আইনপ্রণেতাদের জেলে পাঠানো উচিত।
শুক্রবার রেকর্ড করা এই সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ২০শে জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর তিনি অভিবাসন, জ্বালানি ও অর্থনীতির ওপর বেশ কয়েকটি নির্বাহী আদেশ জারি করবেন।








