ইউক্রেন যুদ্ধ অবসানে অগ্রগতি না হলে রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্স জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, আমরা রাশিয়ার ওপর বড় ধরনের নিষেধাজ্ঞা দিতে পারি, অথবা শুল্ক আরোপ করতে পারি—বা উভয়ই। আবার এমনও হতে পারে, কিছুই করব না। শুধু বলব, তোমাদের যুদ্ধ তোমরাই লড়ো।
ট্রাম্প তার ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি এই যুদ্ধের কোনো কিছু নিয়েই খুশি নই। বিশেষ করে এই সপ্তাহে রাশিয়ার হামলায় ইউক্রেনে একটি মার্কিন কারখানা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকজন কর্মী আহত হয়েছেন—এটা খুবই দুঃখজনক।
এই হুঁশিয়ারির মাত্র এক সপ্তাহ আগেই আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকটির পর সোমবার টেলিফোনে পুতিনের সঙ্গে পুনরায় কথা বলে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে একটি সরাসরি বৈঠকের আয়োজনের উদ্যোগ নেন।
জেলেনস্কি বারবারই পুতিনকে বৈঠকে বসার আহ্বান জানিয়ে এসেছেন এবং বলেছেন, বৈঠকই যুদ্ধ শেষ করার একমাত্র উপায়। তিনি অভিযোগ করেছেন, রাশিয়া সচেতনভাবে এই বৈঠক বানচাল করার চেষ্টা করছে। যুদ্ধ থামানোর একমাত্র পথ হলো পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা।
অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, পুতিন-জেলেনস্কি বৈঠক নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক আলোচ্যসূচি তৈরি হয়নি।









