Site icon চ্যানেল আই অনলাইন

দাঙ্গার অভিযোগে কট্টর ট্রাম্প সমর্থকের ২২ বছরের কারাদণ্ড

Advertisements

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হেরে যাওয়ার পর ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে আক্রমণ করে কংগ্রেসের ভিতর ঢুকে ভাঙচুর করে তার সমর্থকরা। সম্প্রতি সেই হামলার অন্যতম নেতা এনরিক ট্যারিওকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।

বিবিসি জানিয়েছে, গতকাল (৫ সেপ্টেম্বর) মঙ্গলবার যুক্তরাষ্ট্রের অতি ডানপন্থি সংগঠন প্রাউড বয়েসের নেতাখ্যাত এনরিক ট্যারিওকে এ সাজা দেওয়া হয়েছে। এটি মার্কিন ক্যাপিটল হিলে ষড়যন্ত্রের জন্য এখনও পর্যন্ত দীর্ঘতম সাজার ঘটনা।

বিচারক এনরিককে শহর ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়ায় ক্যাপিটল হিলে দাঙ্গার সময় সরাসরি অংশ নেননি প্রাউড বয়েসের বসখ্যাত এই যুবক। কিন্তু অতি-ডানপন্থি ট্রাম্পের কট্টর সমর্থকদের সংগঠিত করতে সাহায্য করেছিলেন এনরিক।

এজন্য গত মে মাসে ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল আদালতে রাষ্ট্রদ্রোহী ষড়যন্ত্র এবং অফিসিয়াল কার্যক্রমে বাধা দেওয়ার জন্য তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। তার কৃতকর্মের জন্য তিনি লজ্জিত বলে আদালতকে বলেছেন এনরিক।

এনরিক ট্যারিওর শাস্তি  শিথিল করার জন্য বিচারকের কাছে অনুরোধ জানিয়েছেন এনরিকের পরিবার।

Exit mobile version