ইউক্রেন ইস্যু নিয়ে পুরো বিশ্ব তাকিয়ে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের ওপর। শেষ পর্যন্ত বৈঠক ঠিকই হয়েছে তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে তেমন অগ্রগতি হয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বৈঠকে অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোন চুক্তি হয়নি।
শনিবার ১৬ আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, একটি চুক্তি না হওয়া পর্যন্ত আর কোনো চুক্তি নয়। তবে আলোচনা ফলপ্রসূ হয়েছে।
ট্রাম্প আরও বলেন, পরবর্তীতে আলোচনার জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ন্যাটো সদস্যদের ডাকা হবে। কেননা যুদ্ধবিরতি তাদের ওপর নির্ভর করে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য এর মূল কারণগুলো নিরসন করতে হবে। তবে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত কিছু উল্লেখ করেননি তিনি। তবে, পরবর্তী বৈঠক মস্কোতে হবে উল্লেখ করে তিনি ট্রাম্পকে স্বাগত জানান।
এরআগে, স্থানীয় সময় শুক্রবার আলাস্কায় এলমেনডর্ফ রিচার্ডসন সামরিক ঘাঁটিতে ট্রাম্প-পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। ২০১৯ সালের পর মুখোমুখি বৈঠক করেন ট্রাম্প ও পুতিন। প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন দুই দেশের প্রেসিডেন্ট।








