যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে নিউইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছেন ট্রাম্প ও মামদানির মুখপাত্র। শুক্রবার (২১ নভেম্বর) রিপাবলিকান নেতা ট্রাম্পের সঙ্গে স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানির এটাই হবে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ।
আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে ফ্রান্স ২৪ জানিয়েছে, মামদানির মুখপাত্র ডোরা পেকেক এক বিবৃতিতে বলেন, নতুন মেয়র হিসেবে ওয়াশিংটনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করা প্রচলিত রীতি। মামদানি জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা এবং নাগরিকদের জীবনযাত্রার ব্যয় সংকট নিয়ে আলোচনা করবেন।
নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প ৮০ লাখ জনবসতির এই নগরীর জন্য ফেডারেল সহায়তা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। নির্বাচনে ট্রাম্প মামদানির প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুওমোকে সমর্থন দিয়েছিলেন। অপরদিকে মামদানি নির্বাচন চলাকালে ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতি এবং ইসরায়েলের গাজা অভিযানে মার্কিন সমর্থনের তীব্র সমালোচনা করেন।
অভিবাসীবান্ধব নীতি, সাশ্রয়ী আবাসন, শিশু পরিচর্যা, শহরের বাসে বিনামূল্যে যাতায়াত এবং পাঁচটি সরকারি মুদি দোকান চালুর প্রতিশ্রুতি দিয়ে রেকর্ড এক মিলিয়নেরও বেশি ভোটে জয়ী হন মামদানি। ১৯৬৯ সালের পর নিউইয়র্কে কোনো মেয়র প্রার্থী এত ভোট পাননি।









