কিছুটা পিছিয়ে পড়লে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে জনপ্রিয়তায় ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে পেছনে ফেলে এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
ওয়াল স্ট্রিট জার্নালে ২৩ অক্টোবর বুধবার প্রকাশিত জরিপে দেখা গেছে, ট্রাম্প বর্তমানে ৪৭ শতাংশ জনসমর্থন পাচ্ছেন, যা তার প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিসের ৪৫ শতাংশ সমর্থনের তুলনায় বেশি। গত আগস্টে মাসেও এই জরিপে কমলা ২ পয়েন্টে এগিয়ে ছিলেন কমলা হ্যারিস।
১৯ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ১,৫০০ জন ভোটারের ওপর পরিচালিত এই জরিপে দেখা যায়, প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেও ৪৯ শতাংশ ভোটারের সমর্থন আছে ট্রাম্পের, যেখানে কমলার পক্ষে রয়েছে ৪৬ শতাংশ। মার্কিন জনগণের দৃষ্টিতে গত আগস্ট থেকে কমলা হ্যারিসের ভাবমূর্তি আরও নেতিবাচক হয়েছে।
এদিকে ফক্স নিউজের ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত করা একটি জরিপেও কমলার চেয়ে ২ পয়েন্টে এগিয়ে ছিলেন ট্রাম্প। তবে কমলা হ্যারিস অন্যান্য জাতীয় জরিপগুলোতে ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন। তাই এবারের নির্বাচনে কমলা ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে।









