Site icon চ্যানেল আই অনলাইন

নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রের দায়মুক্তি পাচ্ছেন না ট্রাম্প

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেয়ার ষড়যন্ত্রের অভিযোগের বিচার থেকে দায়মুক্তি পাচ্ছেন না দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় যুক্তরাষ্ট্রের একটি আদালত এ রায় দিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রায়ে বলা হয়েছে, এমন কাজের জন্য একজন প্রেসিডেন্ট হিসেবেও বিচারে কোনও ছাড় পাবেন না ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দায়িত্বে থাকা অবস্থায় তাঁর নেওয়া এমন পদক্ষেপের জন্য তাঁকে বিচারের মুখোমুখি করার সুযোগ বিচার ব্যবস্থায় রয়েছে।

যদিও ট্রাম্প দাবি করে আসছেন, সাবেক প্রেসিডেন্ট হিসেবে সব ধরনের অপরাধ থেকে তার দায়মুক্তি আছে এবং তিনি ওই সময় যা করেছিলেন সেটি প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যেই পড়ে।

আদালতের এ আদেশের সমালোচনা করে একে ‘জাতিবধ্বংসী’ বলে মন্তব্য করেছেন সাবেক এই প্রেসিডেন্ট। রায়ের বিরুদ্ধে আপিল করার ঘোষণা দিয়েছেন তিনি।

২০২৪ সালের ৪ মার্চ থেকে এ মামলার কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দায়মুক্তি আছে কি না সে প্রশ্নে মামলাটির কার্যক্রম পিছিয়ে দেয়া হয়। চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির একটি ডিসি সার্কিট আদালতে বিচারপতিদের একটি প্যানেল এই মামলার শুনানিতে অংশ নেন।

Exit mobile version