মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্যানোরামা ডকুমেন্টারিতে তার ২০২১ সালে ৬ জানুয়ারি ভাষণের একটি সম্পাদনা নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। দুটি অভিযোগে তিনি আলাদাভাবে ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দাবি করেছেন।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফ্লোরিডায় দাখিল করা আদালত নথি অনুযায়ী, ট্রাম্প বিবিসির বিরুদ্ধে মানহানি এবং বাণিজ্যিক অনুশীলন আইন লঙ্ঘনের অভিযোগ এনেছেন।
গত নভেম্বর মাসে বিবিসি ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেও ক্ষতিপূরণের দাবি নাকচ করে এবং জানায়, মানহানির কোনো আইনগত ভিত্তি নেই।
ট্রাম্পের আইনজীবীরা অভিযোগ করেছেন, বিবিসি ইচ্ছাকৃতভাবে, বিদ্বেষপূর্ণভাবে এবং প্রতারণা মূলক উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণ বিকৃত করেছে। তবে মামলার বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বিবিসি।
গত মাসে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাজ্যে ২০২৪ সালের মার্কিন নির্বাচনকে সামনে রেখে প্রচারিত ওই ডকুমেন্টারির জন্য তিনি বিবিসির বিরুদ্ধে মামলা করবেন। সে সময় সাংবাদিকদের তিনি বলেন, আমার মনে হয় আমাকে এটা করতেই হবে। তারা প্রতারণা করেছে। আমার মুখ থেকে বের হওয়া কথাগুলো বদলে দিয়েছে।
৬ জানুয়ারি ২০২১-এ যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে দাঙ্গার আগে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছিলেন, আমরা ক্যাপিটলে হাঁটতে যাব এবং আমাদের সাহসী সিনেটর ও কংগ্রেস সদস্যদের উৎসাহ দেব।
ভাষণের প্রায় ৫০ মিনিট পর তিনি বলেন, এবং আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি। তবে প্যানোরামা অনুষ্ঠানে একটি ক্লিপে দেখানো হয় আমরা ক্যাপিটলে হাঁটতে যাব… এবং আমি তোমাদের সঙ্গে থাকব। এবং আমরা লড়াই করি। আমরা প্রাণপণে লড়াই করি।
বিবিসি স্বীকার করেছে, ওই সম্পাদনার ফলে এমন ভুল ধারণা তৈরি হয়েছিল যে ট্রাম্প সরাসরি সহিংস কর্মকাণ্ডের আহ্বান জানিয়েছিলেন।









