ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠকে রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আজ (১৮ অক্টোবর) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে ট্রাম্প বলেন, এখন সময় এসেছে উভয় পক্ষের বিজয় ঘোষণা করে রক্তপাত বন্ধ করার।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, জেলেনস্কির সঙ্গে খুবই আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমি তাকে যেমনটি প্রেসিডেন্ট পুতিনকেও বলেছি— এখন হত্যা–রক্তপাত থামাও, চুক্তি করো, আর যুদ্ধ শেষ কর।
বৈঠকের পর হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। তিনি জানান, আলোচনায় যুক্তরাষ্ট্রের তৈরি টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, আমরা এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলব না, কারণ যুক্তরাষ্ট্র চায় না রাশিয়ার সঙ্গে নতুন করে উত্তেজনা সৃষ্টি হোক।
বিবিসির এক প্রশ্নের জবাবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, আমরা শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা চাই। আমাদের জনগণ আতঙ্কে আছে— যদি যুদ্ধবিরতি হয়, তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চয়তা প্রয়োজন, যাতে পুতিন আবার আগ্রাসন চালাতে না পারেন।
জেলেনস্কির সঙ্গে বৈঠকের একদিন আগে ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোনালাপে কথা বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ওই আলোচনায় দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সরাসরি বৈঠকে বসার বিষয়ে নীতিগতভাবে একমত হন, যদিও বৈঠকের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারিত হয়নি।









