গাজা যুদ্ধবিরতির পর জিম্মি মুক্তির প্রক্রিয়া চলাকালেই মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আজ (১৩ অক্টোবর) সোমবার অক্টোবর স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় তার সাথে ছিলেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ, মেয়ে ইভাঙ্কা ট্রাম্প, জামাতা জ্যারেড কুশনার এবং ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।
ট্রাম্পের সফরসূচি অনুযায়ী, ইসরায়েলের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শেষে তিনি জিম্মি পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর নেসেট অর্থাৎ ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। স্থানীয় সময় দুপুর ১টার দিকে ট্রাম্প মিশরের শারম আল শেখে রওনা হবেন, যেখানে শুরু হবে বহুল আলোচিত গাজা শান্তি সম্মেলন।
মিশরের এই সম্মেলনে গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই চুক্তির সহ-সভাপতিত্ব করবেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এতে সরাসরি অংশ নিচ্ছে না ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল।









