যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনতে একটি নির্বাহী আদেশ জারি করেছেন।
আজ (২৭ মার্চ) বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় (২৫ মার্চ) মঙ্গলবার এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেন ট্রাম্প। ট্রাম্পের মতে, এই পদক্ষেপ নির্বাচনী জালিয়াতি রোধ ও নির্বাচনের সততা নিশ্চিত করবে।
এই আদেশের যার মাধ্যমে ভোটার নিবন্ধনের সময় নাগরিকত্বের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে এবং নির্বাচনের দিনের পর ডাকযোগে ব্যালট গ্রহণ বাতিল করা হয়েছে।
তবে বিরোধী ডেমোক্র্যাটরা এই আদেশকে অবৈধ বলে আখ্যায়িত করে আদালতে চ্যালেঞ্জ করার হুমকি দিয়েছেন, কারণ এটি অনেক মার্কিন নাগরিকের ভোটাধিকার সীমিত করতে পারে যাদের কাছে যথাযথ নথি নেই।
বিশেষজ্ঞরা মনে করেন, নির্বাচনী নিয়ম কংগ্রেস ও রাজ্যগুলোর এখতিয়ারভুক্ত হওয়ায় এই আদেশের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।









