বিবিসির ‘প্যানোরামা’ তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন।
শুক্রবার ১৪ নভেম্বর রাতে এয়ার ফোর্স ওয়ান-এ সাংবাদিকদের ট্রাম্প এই তথ্য জানান।
বিবিসি তাদের ভুল স্বীকার করলেও, ট্রাম্পকে কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা অস্বীকার করেছে। এই বিতর্কের পর বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং নিউজ বিভাগের প্রধান ডেবোরাহ টার্নেস পদত্যাগ করেছেন।
ট্রাম্প বলেছেন, “আমি বাধ্য হয়ে এটা করতে যাচ্ছি। তারা আমার কথা বিকৃত করেছে।”
এর পূর্বে ট্রাম্পের আইনজীবীরা বিবিসির বিরুদ্ধে ১ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে, যদি তারা ভুল স্বীকার না করে এবং ক্ষমা না চায়।
বিবিসি, ট্রাম্পের আইনি দলের পাঠানো এক চিঠির জবাবে জানিয়েছে, তারা বুঝতে পেরেছে তাদের সম্পাদনা ভুল ছিল, তবে তারা ডিফেমেশন বা মানহানির মামলা মোকাবিলা করার পক্ষে নয়।









