ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী অঞ্চলের তুরাগ নদের ওপর নির্মিত টঙ্গীবাজার-আব্দুল্লাহপুর বেইলী ব্রীজ ভেঙ্গে একটি ট্রাক নদীতে পড়ে গিয়েছে।
আজ ২১ ডিসেম্বর শনিবার ভোররাতে এই ঘটনা ঘটে। এতে বিঘ্নিত হয় যান চলাচল। ওই লেনে চলাচলকারীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
জানা যায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভার নির্মাণকালে যান চলাচল স্বাভাবিক রাখতে পৃথক তিনটি বেইলি ব্রিজ নির্মাণ করে কর্তৃপক্ষ। ব্রিজগুলো দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ইতিমধ্যে এই বেইলি ব্রীজ ভেঙ্গে ফেলার উদ্যোগ নেওয়া হলেও টঙ্গী বাজার এলাকার ব্যবসায়ীদের অনুরোধে ব্রীজগুলো ভাঙ্গা হয়নি।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, শনিবার সকালে তুরাগ নদীতে ট্রাক পরে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। তারা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।
এদিকে, বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পোষ্টে এই পথ ব্যবহারকারীদের বিকল্প সড়কের ব্যবহার করার অনুরোধ জানানো হয়।
এই বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হয়। তিনি তা রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।









