ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে চলা বিশ্বকাপের পিচ নিয়ে গ্রুপপর্ব থেকে নানা আলোচনা-সমালোচনা হয়েছে। বাজে মাঠ বা টার্ফ নিয়ে বিভিন্ন সময় দলগুলো কথা বলেছে। উইন্ডিজের ব্রায়ান লারা স্টেডিয়ামে সেমিফাইনাল খেলার পর তালিকায় যুক্ত হল আফগানিস্তান। দলটির কোচ জোনাথন ট্রট নিষেধাজ্ঞার ভয়ে কথা বলতে চাননি, আবার কম কথাও বলেননি পিচ নিয়ে।
ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামের পিচ সম্পর্কে ট্রটের কাছে প্রশ্ন যায়। আফগানদের কোচ বলেন, ‘আমি নিজেকে ঝামেলার মধ্যে জড়াতে চাই না এবং এমন তিক্ত সমস্যার মধ্যেও পড়তে চাই না। কিন্তু এটা এমন পিচ নয় যেখানে বিশ্বকাপের সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে চাইবেন। এখানে যথেষ্ট প্রতিযোগিতামূলক ম্যাচ হওয়া উচিত ছিল।’
‘বলছি না এটা একদমই সমান হবে, কোনো স্পিন বা পেস কাজ করবে না। কিন্তু বিষয়টি মোটেও এমন না যে ব্যাটসম্যান আতঙ্কে থাকবে কখন বল মাথার উপরে ওঠে। আত্মবিশ্বাসী থাকলে পায়ের কারুকাজ দিয়ে এবং দক্ষতা দিয়ে বল মারতে থাকবেন।’
টি-টুয়েন্টির বর্তমান বাজার সম্পর্কে ট্রট বলেছেন, ‘টি-টুয়েন্টি মারকাটারি খেলা, রান করা এবং উইকেট নেয়ার খেলা, মাঠে ঠিকে থাকতে ভোগা নয়। যদি প্রতিপক্ষ ভালো বল করে, বেশ ভালো জায়গায় নিয়মিত বল করতে থাকে, তখন উইকেটে টিকে থাকার লড়াই ঠিক আছে।’
‘কিন্তু বল যদি অপ্রত্যাশিত আচরণ শুরু করে এবং গড়াতে থাকে তাহলে দ্বিতীয়ার্ধে অন্যরকম দেখা যেত। সাউথ আফ্রিকা ভালো বল করেছে, কন্ডিশনের ব্যবহার করেছে, আমাদের দেখিয়েছে তারা কী করতে পারে। কিন্তু আজ আমাদের রাতটি ভালো যায়নি।’









