প্যারিসের প্রাণকেন্দ্র সেইন নদীতে রোববার ট্রায়াথলন সাঁতারের অনুশীলন হওয়ার কথা ছিল। দূষণের কারণে যা বাতিল করতে হয়েছে। যৌথ বিবৃতিতে প্যারিস অলিম্পিক ও ওয়ার্ল্ড ট্রায়াথলন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
জানিয়েছে, সেইন নদীর পানির যে মান আছে তা গ্রহণযোগ্য পর্যায়ে নেই। জুলাইয়ে এ নদীর পানি যথেষ্ট পরিষ্কার থাকলেও ভারী বৃষ্টি এবং গত ৪৮ ঘণ্টার যাবতীয় কার্যক্রমে পানির গুণাবলী নষ্ট হয়েছে।
‘আমাদের প্রধান প্রাধান্য অ্যাথলেটদের স্বাস্থ্য। শনিবার নদীর পানির পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় পানির মান দেখে ইন্টারন্যাশনাল ফেডারেশন, ওয়ার্ল্ড ট্রায়াথলন সেখানে অনুশীলনের জন্য অনুমোদনের মতো মান পায়নি।’
‘৩০ জুলাই ট্রায়াথলন ইভেন্ট হবে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়া সম্পর্কে জেনে প্যারিস কর্তৃপক্ষ নিশ্চিত, পানির মান নির্ধারিত মানের নিচে নেমে যাবে।’
পানির মান যদি সঠিক পর্যায়ে এসে না পৌঁছায়, প্রতিযোগিতাটি বাতিল করা হতে পারে কিছুদিনের জন্য এবং সেটিকে সরিয়ে প্যারিসের পূর্বে মার্নে নদীতে নিয়ে যাওয়া হতে পারে।









