আলোচিত ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদির ওপর হামলাকারী হাদি মাতারের বিচার শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে এই বিচার প্রক্রিয়া চলছে।
আজ (১১ ফেব্রুয়ারি) মঙ্গলবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার আদালতে হাজির করা হয় মাতারকে। নিউজার্সির ফেয়ারভিউয়ের বাসিন্দা ২৭ বছর বয়সী মাতারের বিরুদ্ধে হত্যাচেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে। তবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেছেন।
২০২২ সালের আগস্টে নিউইয়র্কের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় সালমান রুশদি মঞ্চে উঠে আসা এক আততায়ীর ছুরিকাঘাতে গুরুতর আহত হন। মাতারের বিরুদ্ধে রুশদিকে ১০ বার ছুরিকাঘাত করার অভিযোগ রয়েছে। এই হামলায় রুশদি এক চোখের দৃষ্টিশক্তি এবং এক হাতের কর্মক্ষমতা হারিয়েছেন। এ ছাড়া তাঁর লিভারও ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৯৮৮ সালে রুশদির বিতর্কিত উপন্যাস ‘দ্য স্যাটানিক ভার্সেস’ প্রকাশের পর থেকে তিনি হত্যার হুমকি পেয়ে আসছিলেন। এই উপন্যাসের কারণে তিনি ৯ বছর আত্মগোপনে থাকতে বাধ্য হন এবং দীর্ঘ সময় নিরাপত্তারক্ষীদের তত্ত্বাবধানে চলাফেরা করেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে হুমকির মাত্রা কমে এসেছে মনে করে তিনি নিরাপত্তারক্ষী ছাড়াই চলাফেরা শুরু করেছিলেন।
এই হামলার পর আবারও আলোচনায় আসে সালমান রুশদির নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার প্রশ্ন। বিচার প্রক্রিয়া চলাকালীন এই মামলার বিভিন্ন দিক নিয়ে বিশ্বজুড়ে নজর রাখা হচ্ছে।









