গবেষণায় ডাটা অ্যানালাইসিসের জন্য দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আয়োজন করেছে ‘আইবিএম-এসপিএসএস’ প্রশিক্ষণ কর্মশালা।
শনিবার ১৮ মে সকালে বিশ্ববিদ্যালয়ের গণিত ও পরিসংখ্যান ভবনের গ্যালারি কক্ষে এ কর্মশালা হয়। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্ট্যাটিস্টিকস এন্ড ডেটা সাইন্স বিভাগের অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক আনিকা বুশরা বৈচী। তিনি বলেন, জাহাঙ্গীরনগর গবেষণা সংসদ যে উদ্যোগ নিয়েছে সেটি সময়োপযোগী এবং শিক্ষার্থীদের কল্যাণমুখী। আমি বিশ্বাস করি, এই গবেষণা সংসদের মাধ্যমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীরা গবেষণামুখী হয়ে উঠবে। আমি তাদের সাফল্য কামনা করি।
এসময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডা. আরিফ চৌধুরী বলেন, একজন গবেষকের ডাটা অ্যানালাইসিস এর জন্য যে কয়টি সফটওয়্যার আছে তার মধ্যে ‘আইবিএম-এসপিএসএস’ (IBM-SPSS) সবচেয়ে জনপ্রিয় এবং গবেষণাবান্ধব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদকে এই সুন্দর কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানান তিনি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশা করেন তিনি।
প্রসঙ্গত, দেশের বিশ্ববিদ্যালয়ের তরুণদের মাঝে গবেষণা সংসদ বেশ জনপ্রিয়তা অর্জন করছে। ২০১৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ প্রতিষ্ঠার মধ্যদিয়ে বাংলাদেশে শিক্ষার্থীদের গবেষণা সংসদের ধারণার শুরু হয়। বর্তমানে ২২ টি বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংসদ একযোগে কাজ করছে। আর এই সংগঠনগুলোর সমন্বয় করছে বাংলাদেশ গবেষণা সংসদ।









