স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা প্রস্তুতি খুব ভালো। জানুয়ারির মধ্যে বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণ শেষ হবে বলেও জানান তিনি।
সোমবার ৮ ডিসেম্বর সচিবালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন উৎসব মুখর করতে যা যা দরকার সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল সমানভাবে প্রচারণা করতে পারছে কিনা বা সমান পরিস্থিতি তৈরি হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সবাই মাঠে আছে। যার শরীর খারাপ সে মাঠে নামছে না।









