আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন সাংবাদিকতার নিরাপত্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও নৈতিকতা জোরদারের লক্ষ্যে চট্টগ্রামে নারী সাংবাদিকদের জন্য দুটি প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
সোমবার ১৯ জানুয়ারি ইউনেস্কো ঢাকা অফিসের সহায়তায় ইউএন ব্যালট প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগবিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টি এই প্রশিক্ষণগুলোর আয়োজন করে।
নগরীর হোটেল টাওয়ার ইন-এ আয়োজিত আবাসিক প্রশিক্ষণের প্রথম ব্যাচ অনুষ্ঠিত হয় ১৬–১৮ জানুয়ারি এবং দ্বিতীয় ব্যাচ ১৭–১৯ জানুয়ারি। প্রতি ব্যাচে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন গণমাধ্যমের ৪৯ জন নারী সাংবাদিক অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন সাংবাদিকতার গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এর মধ্যে ছিল নির্বাচন প্রেক্ষাপটে মতপ্রকাশের স্বাধীনতা ও আন্তর্জাতিক মানদণ্ড, বিভ্রান্তিকর তথ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর ঝুঁকি ও সম্ভাবনা, তথ্য যাচাইয়ের কৌশল, নির্বাচন ও রাজনৈতিক রিপোর্টিংয়ের আইনগত কাঠামো এবং নারী সাংবাদিকদের শারীরিক, অনলাইন ও মানসিক নিরাপত্তা।
আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ বিশেষজ্ঞরা প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। মতপ্রকাশের স্বাধীনতা, তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সাংবাদিক নিরাপত্তা বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউনেস্কোর মেহদি বেঞ্চেলাহ। ডিজিটাল মিডিয়া, বিভ্রান্তিকর তথ্য ও এআই–সংক্রান্ত অধিবেশন পরিচালনা করেন আন্তর্জাতিক প্রশিক্ষক আনাস বেনদ্রিফ। সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা এবং ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্কট হোয়ার।
বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা, আইন ও রাজনৈতিক রিপোর্টিং নিয়ে অধিবেশন পরিচালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক শারমিন রিনভী এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর নির্বাহী সম্পাদক শাখাওয়াত লিটন। এছাড়া নির্বাচনকালে লিঙ্গভিত্তিক সহিংসতা ও সংবেদনশীলতা রিপোর্টিং বিষয়ে অধিবেশন পরিচালনা করেন ইউএনডিপি’র জেন্ডার বিশেষজ্ঞ তাসলিমা আকতার।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারী সাংবাদিকরা জানান, এই কর্মসূচি তাদের নির্বাচনকালীন রিপোর্টিংয়ে আরও দায়িত্বশীল, আত্মবিশ্বাসী ও নিরাপদভাবে কাজ করতে সহায়তা করবে। বিশেষ করে তথ্য যাচাই, এআইজনিত ঝুঁকি শনাক্ত এবং মাঠ ও অনলাইন পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তারা বাস্তবমুখী ধারণা পেয়েছেন।









