পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি সকল যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। তবে এই অভিযানে ২৮ জন সৈন্য নিহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, এক সেনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সেনা কর্মকর্তা জানান, অভিযানের সময় ৩৪৬ জন জিম্মি মুক্ত করা হয়েছে এবং ৩০ জনেরও বেশি সন্ত্রাসী নিহত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন যে, ট্রেনে থাকা ২৭ জন অবসরপ্রাপ্ত সৈন্য জঙ্গিদের হাতে নিহত হয়েছেন এবং অভিযানের সময় আরও একজন সৈন্য প্রাণ হারান।
মঙ্গলবার বিকেলে বেলুচিস্তান প্রদেশের একটি প্রত্যন্ত সীমান্ত জেলায় একটি বিদ্রোহী গোষ্ঠী ট্রেনটি দখল করে নেয়। ওই সময় ট্রেনে ৪৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। হামলার দায়িত্ব স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তারা ট্র্যাকে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় পাহাড়ের লুকিয়ে থাকা স্থান থেকে কয়েক ডজন বন্দুকধারী বেরিয়ে এসে ট্রেনের বগিগুলোতে হামলা চালায়।
বিএলএ সাম্প্রতিক সময়ে বেলুচিস্তান প্রদেশের বাইরের নিরাপত্তা বাহিনী এবং জাতিগত গোষ্ঠীগুলির বিরুদ্ধে একাধিক হামলা চালিয়েছে। তাদের অভিযোগ, এই অঞ্চলের সম্পদ থেকে স্থানীয়রা উপযুক্তভাবে লাভবান হচ্ছে না।









