চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের চকরিয়া উপজেলার ডুলাহাজারার কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের যোগাযোগ বন্ধ রয়েছে। লাইনচ্যুত হওয়ার ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টা ৪৫ মিনিটে ডুলাহাজারা রেল স্টেশনের কাছে স্পেশাল ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার আইকনিক স্টেশনের স্টেশন মাস্টার গোলাম রব্বানী এই বিষয়টি জানিয়েছেন। স্পেশাল ট্রেনটি চট্টগ্রাম থেকে কক্সবাজার আসছিল। ট্রেনটি ডুলাহাজারা স্টেশনের কাছে পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়।
স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, লাইনচ্যুত রেলের বগি উদ্ধারে চট্টগ্রামের পাহাড়তলী থেকে উদ্ধারকারী আরেকটি ট্রেন রওয়ানা দিয়েছে। এ ঘটনায় কোন যাত্রী হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
তিনি আরও জানান, লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার না হওয়া পর্যন্ত কক্সবাজারের সাথে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ থাকবে। ঈদের জন্য চট্টগ্রাম থেকে স্পেশাল ট্রেনটি চালু করা হয়। চট্টগ্রাম থেকে সকাল ৭ টায় ছেড়ে আসা বিশেষ ট্রেনটি সকাল ১০ টা ২০ মিনিটে কক্সবাজারে পৌঁছার কথা ছিল।
স্থানীয় ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান উল ইসলাম আদর জানিয়েছেন, বিশেষ ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পাওয়ার পর তিনি ইউনিয়ন পরিষদের চৌকিদারু দফাদারদের পাঠিয়েছেন এলাকায়। এ ঘটনায় কোন হতাহত হয়নি বলে জানিয়েছেন তিনি।









