অ্যাকশন অবতারে হাজির হলেন সিয়াম আহমেদ। দেখা দিলেন দুর্দান্তভাবে। আড়াই মিনিটের ট্রেলারে তছনছ করে দিলেন সবকিছু। শুক্রবার সন্ধ্যায় প্রকাশিত ‘শান’ সিনেমার ট্রেলারে এমনটাই দেখা গেল!
নেটিজনরা তৃপ্তির ঢেকুর তুলে বলছেন, দেশীয় সিনেমার এমন হাইভোল্টেজ ট্রেলার কমই দেখা গেছে অতীতে। মারকাটারি ট্রেলারটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। বিশেষ ট্রেলারে মানব পাচারের মতো লোহমর্ষক ঘটনার আভাস ফুটে উঠেছে যা ভিন্ন কনসেপ্টের কারণে প্রশংসা কুড়াচ্ছে।
‘শান’ মুক্তি পাচ্ছে আগামী ৭ জানুয়ারি। এতে শান নামে অভিনয় করেছেন সিয়াম। যিনি পর্দায় হাজির হচ্ছেন তুখোড় সৎ পুলিশ অফিসার হিসেবে। এই চরিত্রটি করতে গিয়ে পর্দার আড়ালে থাকা রিয়েল লাইফের কয়েকজন গর্বিত পুলিশ সদস্যের দেখা পেয়েছেন সিয়াম!
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, দেশের জন্য যারা কাজ করেন নিরবে নিভৃতে করেন। এই মানুষগুলো আমাকে বিশ্বাস করে তাদের অজানা গল্প শেয়ার করেছেন। এজন্য স্ক্রিনে তাদের তুলে ধরতে কাজটি কিছুটা সহজ হয়েছে।
সিয়াম ছাড়া আরও আছেন পূজা চেরী, তাসকিন, মিশা সওদাগর, অরুণা বিশ্বাস, চম্পা, ডন, হাসান ঈমাম, নাদের চৌধুরী, মুরাদ পারভেজ প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন এম আতিকুর রহমান, ওয়াহিদুর রহমান। গল্প সাজিয়েছেন আজাদ খান। সংলাপ লিখেছেন আজাদ খান ও নাজিমুদ্দীন।
ট্রেলারটির উন্মোচন উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় রাজধানীর টিএসসিতে এক আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত থেকে সিয়াম হাজারো দর্শকের সঙ্গে অবমুক্ত করেন শানের ট্রেলার। রাজধানীসহ আশপাশের বিভিন্ন জায়গা থেকে সেখানে উপস্থিত ছিলেন সিয়ামের ভক্তরা।
কেন টিএসসিতে ট্রেলার উন্মোচন জানতে চাইলে সিয়াম বলেন, ২০১০ সালের আগে শিক্ষিত, চাকুরীজীবি, শিক্ষার্থী, পারিবারিক দর্শক সিনেমা হলে যেতেন। তারা হল বিমুখ হয়েছেন। তাদের ফিরিয়ে আনতে হলে তাদের কাছে আমাদের যেতে হবে। শহরের এসব মানুষদের মিলনমেলা হচ্ছে টিএসসি। এজন্য তাদের কাছে গিয়ে ট্রেলার উন্মোচন করেছি।
এখন বেশি বেশি ভালো সিনেমা নির্মিত হচ্ছে উল্লেখ করে সিয়াম বলেন, ব্যাক টু ব্যাক ভালো সিনেমা মুক্তি পাচ্ছে। আমি মনে করি সিনেমা হল বিমুখ হতে দর্শকদের যেমন সময় লেগেছে তেমনি আবার হলমুখী হতে কিছুটা সময় লাগবে। তবে সবাই মিলে ধারাবাহিকভাবে ভালো কাজ দিতে পারলে মানুষ দ্রুত সিনেমা হলে আসার অভ্যাস করবে।







