কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়কে ট্রিবিউট করে প্রসূন রহমান নির্মাণ করেছেন ‘প্রিয় সত্যজিৎ’ নামের স্বাধীন চলচ্চিত্র। এরইমধ্যে দেশ-বিদেশের বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে দেখানোর পাশাপাশি অর্জন করেছে পুরস্কারও। এরইমধ্যে এলো ট্রেলার!
মূলত ২৩ এপ্রিল ছিলো সত্যজিৎ রায়ের ৩১তম প্রয়াণ দিবস। এই দিনেই প্রসূন প্রকাশ করেন ‘প্রিয় সত্যজিৎ’ এর ট্রেলার। ২ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলার দেখে ছবিটি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন চলচ্চিত্রবোদ্ধারা। সেই সঙ্গে সিনেমাপ্রেমীরা নির্মাতাকে দিচ্ছেন বাহবা!
ট্রেলারে সত্যজিতের বংশ পরম্পরার সূত্র ধরে বেশকিছু জানা-অজানা তথ্যের পাশাপাশি কিংবদন্তী এই নির্মাতার অনবদ্য সৃষ্টি ‘অপু ত্রয়ী’র কিছু দৃশ্যের পুনর্নির্মাণ, যা দেখা মাত্রই স্মৃতিকাতর করে তুলবে সিনেপ্রেমীদের।
২০২১ সালে সত্যজিতের জন্মশতবর্ষ উপলক্ষ্যে নির্মিত হলেও নানান জটিলতায় ছবিটি সেসময় মুক্তি দিতে পারেননি নির্মাতা। তবে চলতি বছরে খুব শিগগির দেশের দর্শকদের সামনে ছবিটি নিয়ে আসতে বদ্ধপরিকর প্রসূন। এমনকি আগামি ২মে সকল চলচ্চিত্রজনদের নিয়ে নগরীর একটি মিলনায়তনে উদ্বোধনী প্রদর্শনীরও প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
‘প্রিয় সত্যজিৎ’ প্রসঙ্গে প্রসূন রহমান বলেন, সকল সৃজনশীল প্রক্রিয়ার মাঝে জীবন ও শিল্পকে সমান্তরাল প্রবাহে উপলব্ধি করার সিনেমা এটি। সেই সঙ্গে সত্যজিৎকে শ্রদ্ধার্ঘ্য জানানো এবং তার সম্পর্কে আরও জানা ও জানানোর আগ্রহেই সিনেমাটি নির্মাণ করেছি আমরা।
২০২১ সালে কিশোরগঞ্জের মসূয়া’য় সত্যজিৎ রায়ের দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধূরীর বাড়িসহ আরো দুটি জায়গায় এবং পুরান ঢাকার একটি বাড়িতে হয়েছে ‘প্রিয় সত্যজিৎ’ এর চিত্রধারণের কাজ। গল্পসূত্র হিসেবে জানা যায়, এর কাহিনী ৩ সময়ের ৩ জন চলচ্চিত্র নির্মাতাকে নিয়ে। প্রথমজন সত্যজিৎ রায় নিজে। যিনি উপস্থিত না থেকেও সেখানে বিরাজমান। আর অন্য দুজন পরবর্তী ২ প্রজন্মের।
সত্যজিৎ রায় ও তার সৃষ্টিকে সাথে নিয়ে তার দাদা উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর বাড়ি পরিভ্রমণের সূত্রে নবীন নির্মাতা অপরাজিতা হক আবিস্কার করে, সত্যজিৎ রায় নির্মিত ‘অপু ট্র্রিলজি’র সাথে জুড়ে থাকা প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের অন্য এক গল্প। আবিস্কার করে নির্মাণের আড়ালে থাকা নির্মাতার অজানা অধ্যায়। যেখানটায় আলো পড়েনা কখনো।
প্রবীণ নির্মাতা আসিফ মাহমুদের চরিত্রে অভিনয় করেছেন আহমেদ রুবেল আর নবীন নির্মাতা অপরাজিতার চরিত্রে অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস। আরো কয়েকটি বিশেষ চরিত্রে রয়েছেন পংকজ মজুমদার, সাইদ বাবু, সঙ্গীতা চৌধুরী, লাবন্য চৌধুরী, এহসানুল হক, নুসরাত জাহান নদী ও আবীর।









