পরিবহন শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এতে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের, ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
রোববার (৮ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার বাস টার্মিনাল ও নতুন ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেন, শনিবার রাতে ঈগল পরিবহনের আজগর আলী নামের এক চালককে দোহাজারীতে মারধর করার জের ধরে যানবাহন চলাচল বন্ধ করে দেন চালকরা।
এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। কক্সবাজার থেকেও কোনো বাস চট্টগ্রামে যায়নি । সকাল থেকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালে গাড়ির জন্য অনেক মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে। পূর্ব ঘোষণা ছাড়া যানবাহন চলাচল বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা।









