বাংলার ভাবন্দোলনের প্রাণপুরুষ ফকির লালন শাহের ২৫১ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১৫ থেকে ১৭ মে সোহরাওয়ার্দী উদ্যানের রমনা মা আননন্দময়ী আশ্রমে তিনদিনব্যাপী ‘ঐতিহ্যবাহী লালনসংগীত সম্মিলনী’র আয়োজন করেছে লালন বিশ্বসংঘ।
তিনদিনব্যাপী মহতী এ সম্মিলনে দুই বাংলার লালনবাদী বিশিষ্ট সাধক-শিল্পী-গবেষকদের অংশগ্রহণে প্রতিদিন লালনসংগীত নিবেদনের পাশাপাশি, লালন বিষয়ক আন্তর্জাতিক সেমিনার, ঐতিহ্যবাহী ধারায় লালনসংগীত চর্চা বিষয়ক বিশেষ কর্মশালা, ফকির লালনের কালজয়ী গোষ্ঠলীলা কীর্তন অবলম্বনে লালন বিশ্বসংঘের প্রযোজনায় সর্বপ্রথম ‘গোষ্ঠে চলো হরি মুরারি’ গীতিনৃত্যনাট্য মঞ্চায়ন, লালন বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী, গুণীজন সম্মননা এবং একটি দ্বিভাষিক স্মরণিকা প্রকাশ করা হবে।
আগামী ১৫ মে বৃহস্পতিবার বিকেল ৫টায় এ সম্মিলনীর উদ্বোধন করবেন প্রখ্যাত সাধুশিল্পী সুনীল কর্মকার।









