কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক্টর দিয়ে জমি চাষের সময় খুঁটি থেকে বৈদ্যুতিক তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের দক্ষিণ পুকুরিয়া জামতলী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা যায়।
মৃত মোহাম্মদ শাহাবুদ্দিন (৩০) নুরুল বশরের ছেলে।
উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোছাইন বলেন, দুপুরে শাহাবুদ্দিন ট্রাক্টর দিয়ে নিজের জমি চাষ উপযোগী করছিলেন। এক পর্যায়ের জমির পাশে থাকা খুঁটি থেকে একটি বৈদ্যুতিক তার ছিড়ে ট্রাক্টরের উপর পড়ে। এতে শাহাবুদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ওসি বলেন, পরে ঘটনাটি দেখতে পেয়ে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।









