নতুন পরিবেশক নিয়োগের মাধ্যমে বাংলাদেশে নতুন এক অধ্যায় শুরু করেছে বিশ্বখ্যাত অটোমোবাইল ব্র্যান্ড টয়োটা। এখন থেকে সরাসরি তাদের একমাত্র অফিশিয়াল ও অনুমোদিত প্রতিষ্ঠান টয়োটা বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে বিশ্বমানের গাড়ি, জেনুইন পার্টস ও বিক্রয়োত্তর সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে: আগের পরিবেশক নাভানা লিমিটেডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও টয়োটা গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন সার্ভিস ও সহায়তা নিশ্চিত করা হয়েছে। গ্রাহকরা নিশ্চিন্তে টয়োটা অনুমোদিত টি-সেন্টার-ঢাকার কন্টিনেন্টাল ওয়ার্কস লিমিটেড এবং চট্টগ্রামের কারবয় প্রাইভেট লিমিটেড- থেকে গাড়ির রক্ষণাবেক্ষণ, মেরামত এবং ওয়ারেন্টি সেবা পেতে পারবেন।
টয়োটা বাংলাদেশ লিমিটেড জানিয়েছে, গ্রাহকসেবার পরিসর আরও বিস্তৃত করতে ঢাকার তেজগাঁও শিল্প এলাকার ২১৩/এ ঠিকানায় একটি পূর্ণাঙ্গ নেটওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এর অংশ হিসেবে শিগগিরই উদ্বোধন করা হবে একটি আধুনিক ফ্ল্যাগশিপ শোরুম, যেখানে গ্রাহকরা বিশ্বমানের সেবা উপভোগ করতে পারবেন।
চ্যানেল আই অনলাইনকে প্রতিষ্ঠানটি আরও জানায়, চলতি বছরের শেষ নাগাদ বড় পরিসরে কার্যক্রম শুরু করবে টয়োটা বাংলাদেশ লিমিটেড। ফ্ল্যাগশিপ শোরুম ও দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সামনে হাজির হবে প্রতিষ্ঠানটি, যাতে টয়োটা গাড়ির আসল যন্ত্রাংশ এবং বিক্রয়োত্তর সেবা দেশের যেকোনো প্রান্তেই সহজলভ্য হয়।









