গত পাঁচ বছরে প্রথমবারের মতো পশ্চিমা পর্যটকদের জন্য উন্মুক্ত করার কয়েক সপ্তাহ পর আবারও পর্যটন নিষিদ্ধ করলো নর্থ কোরিয়া।
সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২০২০ সালে কোভিড -১৯ মহামারী শুরুতে পর্যটন নিষিদ্ধ করে নর্থ কোরিয়া। ২০২৪ সালে রাশিয়ার পর্যটকদের জন্য নিজেদের সীমান্ত খোলে নর্থ কোরিয়া। তবে গত মাসে পশ্চিমা পর্যটকদের জন্য সীমান্ত খোলার কয়েক সপ্তাহের মধ্যে আবারও পর্যটন নিষিদ্ধ করেছে দেশটি।
নর্থ কোরিয়ার পর্যটন কোম্পানিগুলো বলছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নর্থ কোরিয়ায় ভ্রমণ বাতিল করা হয়েছে। তবে এই নির্দিষ্ট কারণ প্রশাসন জানায়নি।
চীন ভিত্তিক কেটিজি ট্যুরস কোম্পানি তাদের সামাজিক মাধ্যম ফেসবুক পেইজে এক পোষ্টে জানিয়েছে, আমাদের নর কোরিয়ার প্রতিনিধি জানিয়েছে বর্তমানে পর্যটকদের জন্য বন্ধ রয়েছে দেশটির সীমানা।
ইয়াং পাইওনিয়ার নামে আরও একটি ট্যুর কোম্পানি তাদের সামাজিক মাধ্যমে এক পোষ্টে জানিয়েছে, যারা এপ্রিল এবং মে মাসে নর্থ কোরিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন তারা বর্তমানে বুকিং দেয়া থেকে বিরত থাকুন।
২০১৯ সালে নর্থ কোরিয়া ৩ লাখ ৫০ হাজার পর্যটকদের স্বাগত জানায় যার ৯০ শতাংশ চীনা পর্যটক ছিলেন।









