‘যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম হত্যার বিচারের’ দাবীতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রোববার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন যুবদল নেতা মোহাম্মদ তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনা তদন্তে অনতিবিলম্বে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবী জানান। ভবিষ্যতে আর কোন তৌহিদকে যেন হারাতে না হয় সে হুঁশিয়ারি দিয়ে অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রশাসনে থাকা ফ্যাসিস্ট সরকারের দোসরদের ১ মাসের মধ্যে ঝেটিয়ে বিদায় করার দাবী জানান।
বিক্ষোভ সমাবেশে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে যে কোন ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সর্বদাই আমরা জাগ্রত। আমরা প্রত্যাশা করিনি যে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আর এধরণের হত্যাকাণ্ড হবে। তাই, অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তৌহিদুল ইসলাম হত্যার ঘটনায় দোষীদের বিচারের আওতায় আনার দাবী জানাচ্ছি।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজি কামরুল ইসলাম সজলের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট মোহাম্মদ সামসুল ইসলাম মুকুল, অ্যাডভোকেট আনিসুর রহমান বিশ্বাস রায়হান সহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সংশ্লিষ্ট বিপুল সংখ্যক আইনজীবীরা উপস্থিত ছিলেন।









