ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সিসকো টট্টি বলছেন, সিরি আ’র ক্লাবগুলো তাকে এখনও পেশাদার ফুটবলে খেলার জন্য ডাকছে। এবং, পেশাদার ফুটবলে ফিটনেস নিয়ে ফিরে আসতে তার সময় লাগবে দুই থেকে তিন মাস।
এরপর টট্টি সিরি আ’তে খেলার জন্য উপযুক্ত হতে পারবেন বলছেন। ৪৮ বর্ষী তারকা ২০১৭ সালে পেশাদার ফুটবলকে বিদায় বলেছেন। টট্টি পুরো ক্যারিয়ার এএস রোমার হয়ে খেলেছেন। রোমার হয়ে ৭৮৬ ম্যাচে তার গোল ৩০৭টি।
‘সিরি আ’তে এমন দল ছিল যারা আমাকে খেলার জন্য ডাকে। আমি স্বীকার করেছিলাম যে, তারা আমাকে কিছুটা উদ্দীপ্ত করে ফেলেছে। এটা কঠিন, কিন্তু জীবনে কখনও না বলার সুযোগ নেই।’
‘এমন অনেক খেলোয়াড় আছে যারা ক্যারিয়ার শেষ করে পরে আবারও খেলেছে। এটা নির্ভর করছে কোথায় খেলছেন, সম্মান দিয়েই বলছি আমি যদি সিরি আ’তে ফিরি, ভালোভাবে অনুশীলন করে ফিরব।’
২০০৬ বিশ্বকাপজয়ী ইতালিয়ান এবার রোমার হয়ে খেলতে চান না। ক্লাবটির কঠিন প্রতিপক্ষ লাসিওর হয়ে খেলতে চান।
‘লাসিও? হয়তো এটাই বেশি পছন্দ করব। প্রায় দুই থেকে তিন মাসের মধ্যে প্রস্তুতও হয়ে যাব! ৪৮ বছর, এখনও খেলছি আমি। যদি আমাকে পাগলাটে কিছু করতে হয়, সেটা করব। ইতালিতে বাইরে কোথাও নয়, তবে সেটা পাগলাটে হতে হবে।’









