প্রিমিয়ার লিগের ১১তম রাউন্ডে নাটকীয় ম্যাচে ড্র করেছে টটেনহ্যাম হটস্পার এবং ম্যানচেস্টার ইউনাইটেড। পুরো ম্যাচে এগিয়ে থেকে ম্যাচের শেষ মুহূর্তে হোঁচট খায় ইউনাইটেড। টটেনহ্যামের কাছে শেষ দিকে পিছিয়ে পড়লেও পরে ২-২ গোলে ড্র করেছে রুবেন আমোরিমের শিষ্যরা।
টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে স্বাগতিকদের হয়ে গোল দুটি করেছেন ম্যাথিস টেল এবং রিচারলিসন। ইউনাইটেডের হয়ে গোল করেছেন ব্রায়ান এমবুমো এবং ম্যাথিজ ডি লিগট।
ম্যাচের প্রথম মিনিটেই জাভি সিমন্সের শটে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল টটেনহ্যামের, সেটা হাতছাড়া হয়। ৩২ মিনিটে আমাদ দিয়ালোর অ্যাসিস্টে ম্যানচেস্টার ইউনাইটেডকে লিড এনে দেন এমবুমো। পরে কোন দল জালের দেখা না পেলে ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে দুদল বেশ কিছু সুযোগ হাতছাড়া করে। ম্যাচের ৮৪ মিনিটে ম্যাথিসের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। ম্যাচের মূল সময় শেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে রিচারলিসন গোল করে এগিয়ে দেন টটেনহ্যামকে। ম্যাচ শেষ হওয়ার মিনিট দুয়েক আগে সমতায় ফেরে ইউনাইটেড, ডি-বক্সের ভেতরে হেড করে গোল করেন ডি লিগট।
১১ ম্যাচে ৫ জয়, ৩ হার এবং ৩ ড্রতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে টটেনহ্যাম। সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে সাতে ইউনাইটেড।









