ক্লাব সতীর্থ সাউথ কোরিয়ান সন হিউন মিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ইংলিশ প্রিমিয়ার লিগে ৭ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন উরুগুয়ে মিডফিল্ডার রদ্রিগো বেন্টাঙ্কুর। লিগে নিষেধাজ্ঞা থাকলেও ইউরোপা লিগে খেলতে পারবেন। গণমাধ্যমে সাক্ষাৎকার সংক্রান্ত আচরণবিধি লঙ্ঘনের জন্য নিষেধাজ্ঞা পেয়েছেন বেন্টাঙ্কুর।
বেন্টাঙ্কুরের সেই বড় নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করেছে টটেনহ্যাম হটস্পার। ক্লাবটি তার শাস্তি মেনে নিলেও পরিমাণ বেশি হয়েছে বলে মনে করছে। এ ধরনের ঘটনায় সর্বোচ্চ ছয় ম্যাচ নিষিদ্ধ করা যায় বলে উল্লেখ করেছে তারা। আশা করছে শাস্তি কয়েক ম্যাচ কমানো হবে।
সংবাদ মাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, শাস্তির পরিমাণ শুনে ক্লাবটি হতবাক হয়েছে। তবে একই ধরনের ঘটনায় এনজো ফের্নান্দেজ ও রদ্রির বিপক্ষে কোনো তদন্তই করেননি লিগটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপ্রত্যাশিত শব্দ ব্যবহার করায় ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ফরোয়ার্ড এডিনসন কাভানিকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।
জুনে স্বদেশী টেলিভিশনে সাউথ কোরিয়ার মানুষ সম্পর্কে বেন্টাঙ্কুর বলেছিলেন, তাদের সবাইকে দেখতে ‘প্রায় একইরকম’ লাগে। সেই মন্তব্যের পর ‘মজা করেছিলেন’ উল্লেখ করে সতীর্থ ফরোয়ার্ড সনের কাছে দুঃখও প্রকাশ করেন।
‘সন! যা ঘটেছে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, এটি মজার রসিকতা ছিল! তুমি জানো আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে অসম্মান করব না বা অন্যকাউকে আঘাত করব না! আমি তোমাকে ভালোবাসি ভাই!’ এভাবে দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন বেন্টাঙ্কুর।









