জুলাই আগস্টে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানে দেশের সামগ্রিক অবকাঠামোতে পরিবর্তন এসেছে। গেল ৫ আগস্টের পর সাধারণ মানুষ যে যার অবস্থান থেকে চারপাশের অসঙ্গতি বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে। সমাজের ঘটে যাওয়া এমন কিছু অসঙ্গতির ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক ‘তোরা মানুষ হবি কবে’।
মইন খানের পরিচালনায় রবিবার নাটকটি সিনেমাওয়ালার ইউটিউবে মুক্তি পেয়েছেন। এরপর থেকে এই নাটকটি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। নির্মাণ সংশ্লিষ্টরা বলছেন, সামাজিক সচেতনতার জায়গা থেকে ‘তোরা মানুষ হবি কবে’ নির্মাণ করা হয়েছে।
‘তোরা মানুষ হবি কবে’ নাটকে দেখা যায়, শামীম হাসান সরকার ও তানিয়া বৃষ্টি শহরের একটি মহল্লায় থাকেন। তারা তাদের চারপাশের নানা অসঙ্গতি নাটকীয়তায় ফুটিয়ে তুলেছেন।
গল্পে দেখা যায়, নিয়মিত ফেসবুকে নীতিবাক্য লেখা এক ব্যক্তি তার এলাকার মুদি দোকানের বকেয়া পরিশোধ করে না, আবার বাসার বুয়ার বেতন দেয় না। এছাড়া বন্যার্তদের ত্রাণ সহায়তার নামে পিকনিক ফটোসেশন, রিলস ভিডিও বানানো, অফিসের ঘুষ, রাস্তায় ট্র্যাফিক পুলিশের উদাসীনতা এমন অনেক অসঙ্গতি ফুটে উঠেছে। আর চারাপাশের এইসব দেখে মজে উঠেছে দর্শকরা।
ইউটিউবে এ নাটক দেখে দর্শকরা মন্তব্যে বলছেন, সমাজের বাস্তব চিত্র উঠে এসেছে এতে। এমডি মাসুম আহমেদ লিখেছেন, অনেক সুন্দর। অনেক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। জাহিদ নামে একজন লিখেছেন, এমন প্রতিবাদী নাটক আরও বেশি বেশি হলে মানুষ সচেতন হবে।
এছাড়া এই নাটক দেখে কেউ কেউ বলছেন, দারুণ প্রতিবাদ এবং শিক্ষণীয় কাজ। নূর হোসেন নামে একজন লিখেছেন, নাটক বা বা শিল্প সংস্কৃতি চর্চা এমনি হওয়া উচিত যা আমাদের সমাজের চিত্র উঠে আসবে। ‘তোরা মানুষ হবি কবে’ নাটকে ঠিক এসবই উঠে এসেছে। সংশ্লিষ্ট সকলকে এমন কাজ উপহার দেয়ার জন্য ধন্যবাদ। আলমগীর খান লিখেছেন, এখন যেভাবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই নাটকের গল্পে তাই রয়েছে।









