চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • লাইভ টিভি
    [vc_row][vc_column][vc_video link="https://www.youtube.com/live/GvSQMcp7GDo?si=AFUi4hYFRyndxJNP" css=""][/vc_column][/vc_row]
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সমালোচকের দৃষ্টিতে বছর সেরা ১০ ছবি

ফিরে দেখা ২০২৪

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
5:25 pm 28, December 2024
বিনোদন
A A
Advertisements

২০২৪ সালে অর্ধশতাধিক বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে। জনপ্রিয়তাও পেয়েছে বেশকিছু ছবি। চব্বিশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করলে ব্যবসাসফল ছবির সংখ্যাও বেশ সন্তুোষজনক! তার পাশাপাশি ভিন্ন ধারা ছবিও তৈরি হয়েছে অনেক। বিশেষ করে বাংলাদেশে গল্প নির্ভর ভিন্ন ধারার বেশকিছু চলচ্চিত্রও প্রশংসিত হয়েছে। শুধু সিনেমা হলের দর্শকের কাছেই নয়, চলচ্চিত্র উৎসবগুলোও ছবিগুলো নিয়ে দেখিয়েছেন আগ্রহ। সমালোচকের দৃষ্টিতে চলতি বছর মুক্তি পাওয়া তেমন ১০ ছবির কথাই থাকলো এখানে-

কাজলরেখা
গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত বহুল আলোচিত ও প্রশংসিত ছবি ‘কাজলরেখা’। সরকারি অনুদানে বাংলার রূপকথা নিয়ে নির্মিত ‘কাজলরেখা’। প্রধান চরিত্রে নবাগতা মন্দিরা চক্রবর্তী ছাড়াও তুমুল প্রশংসা পেয়েছেন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া আয়মান। এটি তারও প্রথম সিনেমা। এছাড়া শরিফুল রাজ, ইরেশ যাকের, মিথিলা, খায়রুল বাসারসহ অনেকে তারকা মুখকে নতুনভাবে দেখা গেছে ‘কাজলরেখা’ সিনেমায়। চিত্রগ্রাহক কামরুল হাসান খসরুর দৃষ্টিনন্দন ক্যামেরায় মুগ্ধ হয়েছেন দেশ বিদেশের দর্শক! সিনেমাটি আসন্ন রটারড্যাম চলচ্চিত্র উৎসবে ‘লাইমলাইট’ বিভাগে প্রদর্শীত হবে।

পেয়ারার সুবাস
বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্য নিয়ে প্রশ্ন তোলার গল্প ‘পেয়ারার সুবাস’। এটি নির্মাণ করেছেন নূরুল আলম আতিক। গেল বছর মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতে বড়পর্দায় মুক্তি পায় ছবিটি। জয়া আহসান অভিনীত ছবিটি দেশী সমালোচকদের দৃষ্টি কাড়ে।

আজব কারখানা
বাংলাদেশের ঐতিহ্যবাহী লোকগান ও একজন রকস্টারের সংযোগের গল্পে নির্মিত শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। সরকারি অনুদানে নির্মিত ছবিটি দেশ বিদেশের বেশকিছু চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চ্যাটার্জী। চলতি বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলন যখন একটু একটু করে দানাবাঁধছে, সেই সময়ে (১২ জুলাই) প্রেক্ষাগৃহে মুক্তি পায় ছবিটি! যে কারণে বড়পর্দায় তেমন সুবিধা করতে পারেনি ছবিটি। তবে দেশ বিদেশের ফিল্ম ক্রিটিকরা ছবিটির প্রশংসা করেছেন।

ফাতিমা
ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনীত প্রথম সিনেমা ‘ফাতিমা’। ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় চলতি বছরের মে মাসে। এরআগে ইরানের ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়। এটির নির্মাতা ধ্রুব হাসান, ফারিণের মতো সিনেমাটি ধ্রুবরও প্রথম সিনেমা! ছবিতে ফারিণের বিপরীতে দেখা গেছে ইয়াশ রোহানকে।

শরতের জবা
জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তী দেশের প্রেক্ষাগৃহ যখন সিনেমা শূন্য, তখন অক্টোবরে মুক্তি পায় ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স প্রযোজিত ‘শরতের জবা’। গল্প প্রধান এই ছবিটির মাধ্যমে অভিনেত্রী কুসুম তিনটি নতুন পরিচয়ে সামনে আসেন! চিত্রনাট্যকার, প্রযোজক ও পরিচালক- ‘শরতের জবা’র মধ্য দিয়ে কুসুম নতুন পরিচয়ের কারণে সমালোচকদের দৃষ্টি কাড়েন। রাজনৈতিক পটপরিবর্তনের পরও সাহস করে বড়পর্দায় কুসুমের সিনেমা মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানান অনেকে। নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছেন কুসুম। একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প নিয়ে নির্মিত এই ছবিতে কুসুম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু। ছবিটি আসন্ন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগেও মনোনীত হয়েছে।

নয়া মানুষ
৬ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘নয়া মানুষ’। চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে নির্মিত এই ছবিটিও পেয়েছে সমালোচকদের প্রশংসা। আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে ছবিটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এটি তার প্রথম সিনেমা! অভিনয় করেছেন রওনক হাসান, মৌসুমী হামিদ, আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি প্রমুখ।

দেয়ালের দেশ
বছরের অন্যতম আলোচিত রোমান্টিক ড্রামা ‘দেয়ালের দেশ’। এপ্রিলে মুক্তি পাওয়া ছবিতে প্রথমবার জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। সরকারি অনুদানে নির্মিত ছবিটি পরিচালনার পাশাপাশি কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মিশুক মনি। এটি এই নির্মাতার প্রথম ছবি। পোস্টার, টিজার, ট্রেলার দিয়েই সাধারণ দর্শকদের পাশাপাশি সমালোচকদের দৃষ্টি কাড়ে ‘দেয়ালের দেশ’। মুক্তির পর সিনেমাটি বেশ আলোচিত হয়।

শ্যামা কাব্য
সাইকোলজিক্যাল থ্রিলার চলচ্চিত্র ‘শ্যামা কাব্য’। এটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য রচনাসহ পরিচালনা করছেন বদরুল আনাম সৌদ। সরকারি অনুদানে নির্মিত ছবিটি মুক্তি পায় মে মাসে। মুক্তির আগে ফ্রান্সের প্যারিসসহ বেশ কয়েকটি দেশের উৎসবে প্রদর্শীত ও প্রশংসিত হয়েছে ‘শ্যামা কাব্য’। অর্জন করেছে একাধিক পুরস্কারও। ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা।

প্রিয় মালতী
২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয় মালতী’। এই ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হলেন ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। একই সঙ্গে নির্মাতা হিসেবে বড়পর্দায় পা রাখলেন শঙ্খ দাশগুপ্ত। যাপিত জীবনের গল্পে নির্মিত ‘প্রিয় মালতী’ দেখে শুধু দর্শক নয়, প্রশংসা করছেন সমালোচকরাও। ছবিটি এখনো বড়পর্দায় চলছে।

নকশি কাঁথার জমিন
আকরাম খানের তৃতীয় ছবি ‘নকশী কাঁথার জমিন’। এরআগে এই নির্মাতা ঘাসফুল ও খাঁচা নির্মাণ করে হয়েছেন প্রশংসিত। চব্বিশের শেষপ্রান্তে মুক্তি পেল ‘নকশী কাঁথার জমিন’। জয়া আহসান অভিনীত সরকারি অনুদানে নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। ছবিটি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে প্রশংসীত হয়েছে। মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহা তাদের এক জীবনের আখ্যান ফুটে উঠেছে এই ছবিতে। এরইমধ্যে ছবিটির প্রশংসা করছেন দর্শক থেকে সমালোচক। বিশেষ করে ছবির চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশের দৃশ্যধারণের প্রশংসা করছেন অনেকে। কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ গল্প অবলম্বনে নির্মিত এই ছবিতে জয়া ছাড়াও অভিনয় করেছেন ফারিহা শামস সেঁওতি, ইরেশ যাকের, রওনক হাসান, দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

ট্যাগ: আজব কারখানাইরেশ যাকেরকাজলরেখাদিব্য জ্যোতিদেয়ালের দেশপেয়ারার সুবাসফাতিমাফারিহা শামস সেঁওতিফিরে দেখা ২০২৪বছর শেষে ২০২৪রওনক হাসানলিড বিনোদনশরতের জবাশ্যামা কাব্য
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইডি কর্মকর্তার বাড়িতে ঘুষের টাকার পাহাড়!

পরবর্তী

হাতছাড়ার দিনেই নিজের রেকর্ড উদ্ধার করলেন জ্যোতি

পরবর্তী

হাতছাড়ার দিনেই নিজের রেকর্ড উদ্ধার করলেন জ্যোতি

এখনও পুলিশ পরিচয় দিতে লজ্জাবোধ করছি: ডিএমপি কমিশনার

সর্বশেষ

নিরাপত্তার অজুহাতে বাংলাদেশ থেকে ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহার

January 20, 2026
সিরিয়াল কিলার সম্রাট। ছবি: সংগৃহীত

সিরিয়াল কিলার সম্রাটের ৬ খুনের স্বীকারোক্তি

January 20, 2026

সবার আগে ফাইনালে চট্টগ্রাম, হেরেও সুযোগ থাকছে রাজশাহীর

January 20, 2026

টানা দুই জয়ে টেবিলের দুইয়ে বাংলাদেশ

January 20, 2026
পদ্মা সেতু। ফাইল ছবি

পদ্মা সেতুর টোল থেকে ৩ হাজার কোটি টাকা আয়

January 20, 2026
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT

Exit mobile version