ইন্ডাস্ট্রি হিট ‘প্রিয়তমা’র সাফল্যের পর নিজের পারিশ্রমিক এক কোটি-তে নিয়ে গেছেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এই ঈদে মুক্তি পাওয়া তার ‘তুফান’ ছবি দেখে মুগ্ধ হচ্ছেন দর্শক। ঢাকার স্টার সিনেপ্লেক্স থেকে গ্রাম গঞ্জের হলে লোকে লোকারণ্য! এসব দর্শকরা শাকিব বন্দনায় মেতে আছেন। তারা বলছেন, এমন শাকিব তো দূরে, এমন বাংলা সিনেমাও আগে দেখেননি!
মুক্তির প্রথম দিন দর্শক উপস্থিতি জানতে এই প্রতিবেদক রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাসহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন! সরেজমিনে দেখেছেন, ঈদের দিনের কর্মব্যস্ততার মধ্যেও শত শত দর্শক সিনেমাটি দেখতে এসেছেন। বেশীরভাগ এসেছেন ‘তুফান’ এর অগ্রিম টিকেট নিতে!
ঈদের দিন বিকেলে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স ছিলো কানায় কানায় পূর্ণ! তিল ধারণের জায়গা নেই। পুরুষের পাশাপাশি নারী দর্শকরাও ‘তুফান’ দেখতে এদিন ভিড় জড়িয়েছিলেন।
সিনেমা শেষে এক দর্শকের কাছে কেমন লেগেছে জানতে চাইলে তিনি বললেন, পুরাই ফাটাফাটি ছবি। সবদিক থেকে শাকিব খান অসাধারণ অভিনয় করেছেন। তার পারিশ্রমিক ৫ কোটি টাকা হওয়া উচিত। কারণ তুফানে তার যে উপস্থিতি, অভিনয়, হিরোইজম; সেই সঙ্গে তার সিনেমার অ্যাডভান্স বুকিং যে হাইপ তুলেছে এতে করে তিনি ৫কোটি নিতে পারেন। প্রিয়তমা, রাজকুমার এবং তুফান দিয়ে শাকিব খান বাংলাদেশের সিনেমার বিজ্ঞাপন হিসেবে বিশ্বের কাছে গেলেন।
সিনেপ্লেক্সের অধিংকাশ দর্শক বলছে, তুফানের গান ট্রেলারে মুগ্ধ হয়ে তারা সিনেমা হলে ছুটে এসেছেন। বনশ্রী থেকে আসা লাবিবা আহমেদ নামে এক দর্শক বলেন, আমি নিয়মিত সিনেমা দেখি। প্রিয়তমা দেখে শাকিবের ফ্যান হয়েছিলাম। তার রাজকুমার দেখে কেঁদেছিলাম। এই তুফান দেখেও অন্যরকম আনন্দ পেয়েছি। এই সিনেমার এতো এতো শিল্পী অভিনয় করেছেন। সবাইকে পাশ কাটিয়ে শাকিব খানই মধ্যমণি হয়েছেন। শাকিব খানের কাছে এমন ভিন্ন সিনেমা আগামীতেও চাই।
অধিংকাশ দর্শকের মন্তব্য হচ্ছে, এটা কপি ছবি নয়। পুরোপুরি মৌলিক গল্পের ছবি ‘তুফান’। কেউ আবার বলছে, পয়সা উসুল সিনেমা। আবার কেউ কেউ উচ্ছ্বাস প্রকাশ করে বলছেন, তুফান সেরা, তুফান জোশ, এই তুফান অসাধারণ সিনেমা।
এদিকে, ‘তুফান’ দেখতে মধুমিতা সিনেমা হলেও ভিড় জমায় দর্শকরা। এও দেখা যায়, শাকিবের একদল ভক্ত যারা শাকিবিয়ান নামে পরিচিত, তারা মধুমিতা হলের সামনে মিছিল করতে করতে ‘তুফান’ উপভোগ করতে আসে। ঈদের প্রথমদিন বিকেল ও সন্ধ্যার শো তাদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
‘তুফান’ পরিচালনা করেছেন রায়হান রাফী। তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, সোনালী সিনেমা হলে মধ্যরাতেও ‘তুফান’ চলেছে। আমার কাছে এই নিউজ এসেছে। ঈদের দ্বিতীয় দিন ৩২টি থেকে সিনেপ্লেক্স ৪৬টি শো চালাচ্ছে। তবুও টিকেট নেই। প্রথমদিন আমি হলে গিয়ে দেখেছি, মানুষ পাগলের মতো উন্মাদনা নিয়ে হল থেকে বের হচ্ছে। তুফান তুফান করে মানুষ স্লোগান দিচ্ছে। শাকিব ভাইয়ের সিনেমায় আগে এটা হলেও আমার কোনো সিনেমাতে এই অভিজ্ঞতা প্রথম।









